Md. Asif Newaz

Environmental Science Discipline,

Khulna University

সাধনা ও পরিশ্রম ব্যতীত জগতের কোন উন্নতি সাধন হয় না। যে কোন কাজেই সম্যক পারদর্শিতা লাভ করতে হলে বহু সময় ধরে সাধনা করতে হয়। রাতারাতি কেউ বড় মানুষ হয় না। ক্ষুদ্রের সাহায্যেই বিরাটের সৃষ্টি। ক্ষুদ্র মুহুর্তগুলো কাজে লাগালে জীবনে সফলতা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি। তাই লকডাউনের এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত “Application of GIS and RS in Research – 2021” কোর্সটি শুরু করি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক একই সাথে রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ জালাল উদ্দীন স্যারের সঠিক দিক নির্দেশনা এবং সকল ট্রেইনারদের বিনয়ী ও চমৎকার উপস্থাপনার পাশাপাশি সহযোগিতায় আমি অনেক কিছু শিখতে পেরেছি। প্রতিটি ক্লাসের বিষয়গুলো নিয়ে পরবর্তী দিনে একটি ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা হয়েছিলো। জালাল উদ্দীন স্যারের উৎসায়ে আমি নিয়মিত এই ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহন করেছি এবং প্রেজেন্টেশন ও প্রাক্টিক্যালের মাধ্যমে অন্যদের সাথে নিজের জ্ঞান ভাগাভাগি করতে পেরেছি এবং ভুল থাকলে তা শুধরে নেবারও সুযোগ পেয়েছি। পাশাপাশি সবার অনেক প্রশাংসাও পেয়েছি যা আমাকে পরবর্তী ইন্টারেক্টিভ সেশনে আরো ভালো করার অনুপ্রেরণা তৈরি করেছে।

কোর্সটি শেষে “Best Participants Award (1st Position) – 2021 for GIS and RS in Research” এ ভূষিত করার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় জালাল উদ্দীন স্যার, সকল ট্রেইনার ও রিসার্চ সোসাইটি পরিবারের কাছে। আমি আন্তরিকভাবে আশা করছি ভবিষ্যতে রিসার্চ সোসাইটি পরিবারের জন্য কিছু করার সুযোগ পাবো এবং অন্যান্য সকল প্রোগ্রামেও স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করবো, ইনশাআল্লাহ। পরিশেষে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই রিসার্চ সোসাইটি পরিবারকে এবং শুভ হোক আগামীর পথচলা।

Fahim Redwan

Faculty of Environmental Science and Disaster Management

Patuakhali Science and Technology University

 

GIS & Remote Sensing এর সাথে আমার পরিচয় হয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ArcGIS সফটওয়ারের মাধ্যমে। সেখান থেকেই GIS শেখার আগ্রহটা জন্ম নেয়। সেই আগ্রহ থেকেই বিভিন্ন অনলাইন রিসোর্স দিয়ে শেখার চেষ্টা শুরু করি। তবে সেইসব রিসোর্স থেকে নিজের মত করে শেখা অনেকটাই কঠিন ছিলো। তার থেকেও কঠিন ব্যপার ছিলো practice এর সময় উদ্ভুত সমস্যা গুলোর সমাধান খুজে পাওয়া। অনেক খোজাখুজি করে সমাধান পেলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিজের অনেক প্রশ্ন অজানা থেকে যেত।

          রিসার্চ সোসাইটি আয়োজিত GIS & Remote Sensing এর প্রথম ট্রেইনিং এ অংশগ্রহন করার পরে GIS & Remote Sensing সম্পর্কিত জ্ঞান যেমন বাড়ে, সেই সাথে জানার আগ্রহ আরো বহুগুনে বেড়ে যায়। অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি ২য় ট্রেনিং এর জন্য। প্রথম প্রশিক্ষনের পর যেই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানার আগ্রহ তৈরি হয়েছিলো দ্বিতীয় ট্রেনিং থেকে সেই বিষয়গুলো সহ আনুসঙ্গিক আরো অনেক ব্যপারে জানতে পারি  ; বিশেষ করে Remote sensing এর ব্যপারে একটা ভালো ধারনা তৈরি হয়। সব থেকে উপভোগ্য বিষয় ছিলো Interactive session গুলো। যেখানে সবাই পূর্বের ক্লাসে শেখানো ব্যপারগুলো সবাই যার যার মত করে উপস্থাপন করলেও সবার উপস্থাপনার ভেতরেই কিছু নতুনত্য ছিলো। Interactive session এর মাধ্যমে অনেক জ্ঞানী এবং GIS & Remote Sensing এ অভিজ্ঞ মানুষের সাথে পরিচয় এর সুযোগ হয়, যাদের কাছ  থেকে আমি আমার অনেক জানা ব্যপারগুলোর ভেতরেও অনেক অজানা বিষয় নতুন করে জানতে পারি । যদিও Interactive session এ আমার মূল ফোকাস ছিলো অন্যদের কাছ থেকে শেখা তবে সেখানে আমি ও আমার সাধ্যমত নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি।

          Reserch Societyর সাথে আমি শুরু থেকেই যুক্ত ছিলাম। সেই হিসেবে Reserch Society থেকে আমার প্রাপ্তির খাতাটাও অনেক বড়। Best Participant 2021 for GIS and Remote Sensing হিসেবে নির্বাচিত হওয়াটা সেই খাতায় আরো একটি বড় অধ্যায় হিসেবে যুক্ত হলো।  Reserch Societyর সাথে আমার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি Reserch Society-র উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জালাল ভাইয়ের প্রতি, একই সাথে তাদেরপ্রতি অশেষ কৃতজ্ঞতা, যাদের আন্তরিক প্রচেষ্টায় Reserch Society আজ এতদূর আসে পৌছেছে। Reserch Societyর হাত ধরে জ্ঞান,বিজ্ঞান ও গবেষনায় আমার দেশ আরো অনেকদূর এগিয়ে যাক এই আশাবাদ ব্যক্ত করছি।

ধন্যবাদ।

Shacin Chandra Saha

Department of Geology and Mining, University of Barisal.

GIS এর সাথে আমার প্রথম পরিচয় আমাদের ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় লেকচারার, মোঃ হাসনাত জামান স্যারের অনলাইন ক্লাসে।  তারপর থেকে আমার GIS শেখার অনেক আগ্রহ জাগে। তো একদিন আমার সিনিয়র ইমদাদুল ভাইয়ার কাছে এই কোর্সটি সম্পর্কে জানতে পারি। আমাদের শ্রদ্ধেয় জালাল উদ্দীন স্যারের সঠিক দিক নির্দেশনায় এবং সকল ট্রেইনারদের বিনয়ী ও প্রাঞ্জল উপস্থাপনায় এই কোর্স থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি।  সবচেয়ে অন্যরকম বিষয় হচ্ছে প্রতিটি ক্লাসের পাশাপাশি পরের দিন ইন্টারএক্টিভ ক্লাসের আয়োজন করা হয়েছে, যেখানে সবাই মুক্তভাবে নিজের জ্ঞান শেয়ার করেছিলো। আমি প্রায় সকল ইন্টারএক্টিভ ক্লাসে জয়েন করেছি। ফলে সকল কনসেপ্ট গুলো আরো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি। এখানে আমি অনেক জ্ঞানী মানুষের সাথে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।

অবশেষে আমাকে “Best Participants Award – 2021 for GIS and Remote Sensing” এ ভূষিত করায় রিসার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক জালাল উদ্দীন স্যার এছাড়াও সকল ট্রেইনারদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা। আশা করি ভবিষ্যতে রিসার্চ সোসাইটির জন্যও কিছু করার সুযোগ পাব এবং অন্যান্য সকল প্রোগ্রামেও সমানভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবো।