1. Agriculture 

Md. Rased Khan Manon

Department of Fisherise Biology and Genetices,

Patuakhali Science and Tecnology University, Patukhali, Bangladesh. 

আমি অত্যন্ত আনন্দিত যে আমি ২০২৪ সালের রিসার্চ সোসাইটি স্কলারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছি। এই সুযোগটি আমার জীবনের একটি অমূল্য অংশ এবং এই অ্যাওয়ার্ড আমার বৈজ্ঞানিক গবেষণা করার উদ্দেশ্যে অবদান রাখবে।
বাংলাদেশের ফিশারীজ ইন্ডাস্ট্রি ২১.৮৩% কৃষি ক্ষেত্রে অবদান রাখে এবং ৬০% আমিষের চাহিদা পূরণ করে (DoF 2022)। আমার আন্ডারগ্রাজুয়েট থিসিস এর ওপর এই আর্টিকেল “Intraspecific phenotypic differences in climbing perch Anabas testudineus (Bloch, 1792) populations may be linked to habitat adaptations” প্রকাশিত হয়েছে যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের বিভিন্ন জেলার কৈ মাছের বৃদ্ধি, বাহ্যিক ও অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলোর ভিন্নতা পর্যবেক্ষণ। কোভিড-১৯ প্যান্ডেমিকের সময় থেকেই এই আর্টিকেলের কাজটি শুরু করা হয় যেখানে আমার শ্রদ্ধেয় সুপারভাইজর মো: আরিফুর রহমান স্যার আমাকে সুযোগ প্রদান করেছিলেন। পরবর্তীতে এই আর্টিকেলটি ২০২৩ সালে Heliyon এ পাবলিকেশন হয় যার ইম্প্যাক্ট ফ্যাক্টর ছিল 4।
আমার গবেষণা উদ্দীপনা হলো সমাজের ও দেশের উন্নতি ও উন্নত ধারণার সৃষ্টির মাধ্যমে যুব প্রজন্মের জীবনে প্রভাব ফেলা। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে তরুণ প্রজন্ম গবেষণার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে, যা রিসার্চ সোসাইটি বাস্তবায়নের উদ্দেশ্য বিভিন্ন এক্টিভিটিস বিনামূল্য প্রদান করে থাকে। রিসার্চ সোসাইটির এই উদ্যোগকে আমি সম্মান করি এবং প্রতিষ্ঠাতা মোঃ জালাল উদ্দিন ভাইকে এবং অন্যান্য সদস্যবৃন্দদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে সবসময় সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদান করেছেন।
 

2. Social Science 

Bijoya Saha

Department of Sociology, 

Shahjalal Science and Tecnology University, Sylhet, Bangladesh. 

রিসার্চ সোসাইটি আয়োজিত “রিসার্চ স্কলারশিপ-২০২৪” এ সমাজবিজ্ঞান বিভাগে স্কলারশিপ পাওয়ার জন্য মনোনীত হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত।

করোনাভাইরাস (COVID-19) এর বৈশ্বিক প্রভাব কোনো সেক্টরকে রেহাই দেয়নি, যার ফলে আর্থ-সামাজিক, জনসংখ্যাগত, এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। এরূপ চিন্তা থেকেই এবং পূর্ব প্রকাশিত গবেষণা পর্যালোচনার মাধ্যমে আমার তৃতীয় বর্ষের মনোগ্রাফ টপিক হিসেবে “How does the COVID-19 pandemic influence students’ academic activities? An explorative study in a public university in Bangladesh ধার্য করি। এক্ষেত্রে আমি আমার সুপারভাইসর, অধ্যাপক ড. শাহ মোঃ আতিকুল হক স্যারের নিকট অনেক বেশি কৃতজ্ঞ। স্যারের দিকনির্দেশনা আমার মনোগ্রাফ এবং পরবর্তীতে গবেষণাপত্র হিসেবে প্রকাশ করতে সাহায্য করেছে। আমার এই গবেষণা বাংলাদেশের মতো অন্যান্য উন্নয়নশীল দেশগুলির মধ্যে তৃতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে একটি হাইব্রিড শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয়তার উপর জোর দেয়।

রিসার্চ সোসাইটি কর্তৃক পরিচালিত বৃত্তিমূলক এই উদ্যোগটি বাংলাদেশী তরুণ গবেষকদের নতুন বিষয়ে গবেষণা করতে অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

3. Earth and Environment 

Md Tanvir Miah

Urban and Rural Planning Discipline, 

Khulna University, Khulna, Bangladesh. 

“রিসার্চ সোসাইটি “এর এতো সুন্দর একটা উদ্যোগ এবং আয়োজন, গবেষণার দিকে মানুষকে উৎসাহ দিবে, যাতে নতুন নতুন গবেষণার মাধ্যমে দেশ কে এগিয়ে নিয়ে যেতে পারে, আশা করি আপনাদের এই ধারাবাহিকতা সামনের দিনে ও অব্যাহত থাকবে সেই সাথে ধন্যবাদ দিতে চাই “রিসার্চ সোসাইটি “কে আমাকে “Research Fellowship ” প্রদান করার জন্য | সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে গবেষণার যেমন কোনো বিকল্প নেই এবং ঠিক তেমনি ভাবে “রিসার্চ সোসাইটি “এর এমন উদ্যোগ মানুষকে গবেষণা মুখি করবে এবং দেশ কে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

4. Artificial Intelligence 

Abul Kashem

Department of Civil Engineering, 

Leading University, Sylhet, Bangladesh. 

রিসার্চ সোসাইটি আয়োজিত ” রিসার্চ স্কলারশিপ -২০২৪” এ মেশিন লার্নিং ও ডিপ লার্নিং বিভাগে স্কলারশিপ পাওয়ার জন্য মনোনীত হতে পেরে আমি উনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সাফল্যে আমি আমার পিতা-মাতা এবং আমার সহযোগীদের উৎসর্গ করছি।

রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত “Research Society Research Scholarship-2024” সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ।মূলত এই ” রিসার্চ সোসাইটি ” এর অনবদ্য উদ্যোগের মাধ্যমে আগ্রহী গবেষকদের এক নতুন যাত্রা শুরু হবে।

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এর গুরুত্ব অপরিসীম। সমস্ত বিশ্বব্যাপী নিঃসন্দেহে যার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে থাকে। আর সে কারনেই কিছু প্রিডিকশনের জন্য ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং এর কোন বিকল্প নেই। শুরু হয় আমার ডিপ লার্নিং ও মেশিন লার্নিং নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন সেই চিন্তাধারা কে বজায় রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার করে আমি অনেকগুলো রিসার্চে উপকৃত হই।

সর্বোপরি, আমি মনে করি  ( Research society scholarship -2024) এই অসাধারণ পদক্ষেপ আমার এই নতুন যাত্রায় এবং নবীন গবেষকদের পথ আরো সুদৃঢ় করবে।