Md. Asif Newaz

Environmental Science Discipline

Khulna University.  

ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধাকে অতিক্রম করা সম্ভব। তাই কোন কাজ শুরু করে ধৈর্যের সাথে ভালোভাবে শেষ করতে পারলে আসে সফলতা। আর সফলতার অনুভূতি মুখে কিংবা অঙ্গভঙ্গি করে প্রকাশ করা সম্ভব নয়, এটা নিতান্তই মনের প্রশান্তির ব্যাপার। ইতোপূর্বে আমি রিসার্চ সোসাইটি কতৃক আয়োজিত বেশ কয়েকটি কোর্সে অংশগ্রহন করেছি, পরবর্তীতে যখন “Python for Bangladeshi learners: programming, data analysis and visualization” কোর্সটি সম্পর্কে জানতে পারলাম। তখন খুব আগ্রহের সাথে এই কোর্সটিতে অংশগ্রহণ করি এবং সেই সাথে শুরু হয় আবার নতুন এক ধৈর্যের পরীক্ষাবিশেষ করে শ্রদ্ধেয় জালাল উদ্দীন স্যার ও অন্যান্য ট্রেইনার ভাইয়াদের সার্বিক দিক নির্দেশনা ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে কোর্সটি আমার কাছে অনেক সহজ হয়ে যায়, যার ফলস্বরুপ আমি অনেক কিছু জানতে ও শিখতে পারি। প্রতিটি ক্লাসের বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করা হয়েছিলো।  শ্রদ্ধেয় জালাল উদ্দীন স্যারের উৎসাহে আমি নিয়মিত এই ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহন করেছি এবং প্রেজেন্টেশন প্রাক্টিক্যাল মাধ্যমে অন্যদের সাথে নিজের জ্ঞান ভাগাভাগি করতে পেরেছি এবং ভুল থাকলে তা শুধরে নেবারও সুযোগ পেয়েছি।

আলহামদুলিল্লাহ্‌, এই কোর্সটি শেষে “Best Participation Award (1st Position) – 2022” ভূষিত হওয়ায় আমি মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি পাইথনের এই কোর্সটির উপরে বই লেখার কাজে কিছু অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় জালাল উদ্দীন স্যার রিসার্চ সোসাইটি পরিবারের কাছে। তাই রিসার্চ সোসাইটি আমার কাছে এক অন্য রকম অনুভূতির জায়গা। ভবিষ্যতে  রিসার্চ সোসাইটি পরিবারের জন্য কখনও কোন কিছু করার সুযোগ পেলে অবশ্যই করবো, ইনশাআল্লাহ। পরিশেষে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই রিসার্চ সোসাইটি পরিবারকে এবং শুভ হোক আগামীর পথচলা।

Aysha Akter

Environmental Science Discipline

Khulna University.

প্রোগ্রামিং ল্যাংগুয়েজের কথা শুনলেই মনে হতো এটি অনেক কঠিন এক বিষয়। পরবর্তীতে যখন রিসার্চ সোসাইটি কর্তৃক আয়োজিত “Python for Bangladeshi learners: programming, data analysis and visualization” কোর্সটি সম্পর্কে জানতে পারলাম । তখন আমি মনে মনে ভাবলাম জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। আল্লাহ-তায়ালা প্রতিটি মানুষকে কিছু কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটা কখনোই জানতে পারবেনা যতক্ষণ পর্যন্ত না তুমি সেটা চেষ্টা করে দেখবে।

পাইথনের এই ট্রেনিং কোর্সটির মাধ্যমে আমার পোগ্রামিং ল্যাংগুয়েজে হাতেখড়ি হয়। প্রথম ক্লাসে শ্রদ্ধেয় জালাল উদ্দীন স্যারের একটি কথা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছিল যে আমরা সবাই শিক্ষর্থী, আমরা এখানে সবাই শিখতে এসেছি। ভুল করলে ভয় পাবার কিছু নেই। একদিনে সবাই সবকিছু জানতে পারবে  না। তাই এই কোর্সটি করার সময় আমার একবারও মনে হয়নি যে, এই কোর্সে আমার পূর্ব কোন অভিজ্ঞতা নেই।

পৃথিবীতে সবথেকে সুন্দর অনুভূতিটি  হচ্ছে, যখন তুমি কোনো একটি লক্ষ্য ঠিক করেছিলে পরবর্তীতে তোমার একান্ত চেষ্টার মাধ্যমে সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। শ্রদ্ধেয় জালাল উদ্দীন স্যারের সার্বিক দিক নির্দেশনা, ট্রেইনার ভাইয়াদের সহযোগিতা ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে কোর্সটি  আমার কাছে অনেক সহজ হয়ে যায় এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি। প্রতিটি ক্লাসের বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমি নিয়মিত ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহন করেছি এবং প্রেজেন্টেশন ও প্রাক্টিক্যালের মাধ্যমে অন্যদের সাথে নিজের ক্ষুদ্র জ্ঞান ভাগাভাগি করতে পেরেছি। আমি মনে করি বিষয়গুলো ভালোভাবে জানার জন্য এই ইন্টারেক্টিভ সেশন খুবই গুরুত্বপূর্ণ। রিসার্চ সোসাইটির ট্রেনিং কোর্সের মূল বিশেষত্ব এখানেই।

যখন কেউ কোন বিষয়ে সফল হয় তখন সেই বিষয়ের প্রতি সে বেশি আগ্রহী হয়। আলহামদুলিল্লাহ এই কোর্সটি শেষে “Best Participation Award for Python Training 2022” এ ভূষিত হওয়ায় প্রোগ্রামিং এর প্রতি আমার উৎসাহ এবং উদ্দীপনা আরো বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পাইথনের এই কোর্সটির উপরে বই লিখার কাজে কিছু অবদান রাখার একটি চমৎকার  সুযোগ দেয়ার জন্য, আমি জালাল স্যারের প্রতি আন্তরিক  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার  এই ক্ষুদ্র জ্ঞান অন্যের কল্যাণে কাজে লাগাতে পারি। আশা করি ভবিষ্যতে রিসার্চ সোসাইটির জন্য কিছু করার সুযোগ পেলে  ইনশাহআল্লাহ করবো। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো রিসার্চ সোসাইটি পরিবারের জন্য।

ধন্যবাদ।

Sk. Abu Jahid

Department of Geography and Environment

University of Dhaka

প্রথমত, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সারা বিশ্বে সবচেয়ে প্রভাবশালী প্রোগ্রামিং ভাষা। “Python for Bangladeshi Learners: Programming, Data Analysis and Visualization” কোর্সটির মাধ্যমেই আমার প্রোগ্রামিং ল্যাংগুয়েজে হাতেখড়ি হয়। “Best Participant Award for Pytho Training – 2022”- এ ভূষিত করার জন্য আমি রিসার্চ সোসাইটির কাছে কৃতজ্ঞ এবং প্রোগ্রামিং এর প্রতি আমার উৎসাহ আরও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

জীবন চলার পথে প্রতিটা মুহূর্ত নিজের কঠোর প্ররিশ্রমের পাশাপাশি একটা সুনির্দিষ্ট দিকনির্দেশনার প্রয়োজন হয়। এক্ষেত্রে শ্রদ্ধেয় শিক্ষক, রিসার্চ সোসাইটির ডিরেক্টর এবং ফাউন্ডার, মোঃ জালাল উদ্দীন সুন্দর ও সুস্পষ্ট দিকনির্দেশনার সাথে আমাদেরকে পাইথন প্রোগ্রামিং প্রাথমিক পর্যায় থেকে হাতে কলমে শিখিয়েছেন। এছাড়াও সমস্ত প্রশিক্ষক (Md. Emdadul Haque, Sagor Chakraborty, Md. Babul Miah) খুব যত্নশীল ছিল এবং তারা অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন। ট্রেইনারদের বিনয়ী ও চমৎকার উপস্থাপনার পাশাপাশি সহযোগিতায় আমি অনেক কিছু শিখতে পেরেছি।

বিশেষভাবে, আমি উল্লেখ করতে চাই, জনাব জালাল ভাই, একটি জটিল সমস্যাকে সহজ উপায়ে ব্যাখ্যা করার ক্ষমতা রাখেন। রিসার্চ সোসাইটির নিয়ে তার Long-term Vision রয়েছে এবং তার উদ্দেশ্য বেশ স্পষ্ট। আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যেই তা পূরণ হবে।